গাইবান্ধার সাঘাটা উপজেলার বেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, সাধারণ সম্পাদক এস এম সামশীল আরেফিন টিটু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, ভরতখালী ইউপি চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের দুই সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।