ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতা ও নৌকা প্রকৃত কাণ্ডারী যাচাই বাছাই করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জামালপুর চৌধুরী বাজার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ফকিরের সভাপতিত্বে ও মানুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।আরো বক্তব্য রাখেন – বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহসভাপতি মোজাহারুল ইসলাম,
সহসভাপতি খন্দকার জিল্লুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এসটিএম রুহুল আমিন,
আওয়ামীলীগ জামালপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন কারী,১নং ওয়ার্ডের সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক শ্রী দিলিপ কুমার, ৪নং ওয়ার্ড সভাপতি আঃ জলিল, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নুরআলম সরকার, ৮নং সাধারণ সম্পাদক আঃ রশিদ আকন্দ, সভাপতি আব্দুল হাই ফকির, ৯নং সাধারণ সম্পাদক শাহদৎ হোসেন, সভাপতি মুক্তিযোদ্ধা জাছিজল সরকার রাজা প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলার সহসভাপতি শামসুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, ক্রীড়া সম্পাদক আহসান হাবিব বাবু, শ্রমিকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন- যাহারা নৌকার মাঝি হতে চান তাদের পূর্ব ইতিহাস মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা আছে। তাদেরকে ওয়ার্ডের নেতাকর্মীরা প্রাথমিক বাছাই করবেন কারণ কোন নেতা জনপ্রিয়, এলাকার জনগণের পাশে ছিলেন, দলের জন্য কাজ করেছেন সেটা তারাই ভাল জানেন। তাদের তালিকা দিবেন আমরা সেই তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিব।কেন্দ্রীয় সিদ্ধান্তে যাকে নৌকা দেওয়া হবে আমরা তার হয়ে কাজ করব।নৌকা মার্কার বিজয় লাভ করার জন্য আহবানও করেন তিনি। চেয়ারম্যান প্রার্থী-বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাদুল্লাপুর উপজেলা শাখার সদস্য ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মন্ডল, জাতীয় শ্রমিকলীগ জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদ হাসান মন্ডল কাওছার, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন কার্যকরী সহসভাপতি আমিনুর রহমান নান্নু, বাংলাদেশ কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার কার্যকরী সদস্য রেজাউল করিম রেজা,আওয়ামী যুবলীগ জামালপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক একেএম সেলিম সরকার। যোগ্য নেতাকে নৌকার মাঝি করলে বিপুল ভোটে জয়লাভ সম্ভব বলে স্থানীয় নেতাকর্মীর দাবী।