গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে প্রায় প্রতিদিনই নিত্য নতুন কৌশলে হচ্ছে চুরি ছিনতাই। মোবাইল ও বিকাশে টাকা নেয়ার প্রতারণা এবং অজ্ঞান পাটির তৎপরতা। গতকাল রবিবার রাতে,সাদীপাড়া গ্রামের সাদা মন্ডলের বাড়িতে অজ্ঞান পাটির সদস্যরা তৎপরতা চালিয়ে, বাড়ির সবাইকে অচেতন করে রেখে,নগদ অর্থ ও ৩ ভরি সোনাসহ সর্বস্ব লুটে নিয়ে গেছে।
সকালে গ্রাম বাসীরা অচেতন অবস্থায় সাদা মন্ডল ও তার স্ত্রীকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।
অপর দিকে ৯ অক্টোবর রাতে, ধাপেরহাট লালমাটির ঘাট রোডে মতি মিয়া নামের এক ব্যাক্তির নিকট থেকে, একটি মিশুক ছিনিয়ে নিয়েছে, ছিনতাই কারীরা।
একই রাতে পালান পাড়া গ্রামের চাতাল ব্যাবসায়ী রিপন সাহার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।১০ অক্টোবর ধাপেরহাট বন্দরের চতরা রোড থেকে, গোপীনাথপুর গ্রামের ইসমাইল হোসেনের উপার্জনের এক মাত্র হাতিয়ার অটোভ্যানটি চুরি হয়েছে।
এনিয়ে গত এক মাসে সাদুল্লাপুর উপজেলার একমাত্র ধাপেরহাট ইউনিয়ন থেকে ৪ টি গরু, ৮ টি অটোভ্যান, একটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৯ টি বাসা বাড়িতে চুরি সংঘটিত হয়।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, চুরি ছিনতাই রোধ কল্পে গ্রামীন রাস্তা গুলোতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। চোর ও ছিনতাই কারী সিন্ডিকেটের সদস্যের গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত আছে।