গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে চতরা রোড বাজার মসজিদ দেয়াল ঘেঁষে ধাপেরহাট টু চতরা রোডে সন্ধ্যা ৭ঃ৩০ ঘটিকায় অটোভ্যানটি রেখে বাজারে সুপারি কেনার জন্য যায় পথিমধ্যে ফিরে এসে দেখে অটোভ্যানটি আর নাই। হতভম্ব গরীব বেচারা ঘাস ব্যবসায়ী ইসমাইল হোসেন তাৎক্ষনিক অনেক খোঁজাখুজি করেও ভ্যানটি খুঁজে পায়নি। সরেজমিনে জানা যায় ইসমাইল হোসেন এর বাড়ী রংপুর জেলার পীরগন্জ উপজেলার গুপিনাথপুর গ্রামের মৃত আব্বাস হোসেনের পুত্র। কাঁদো কাঁদো কন্ঠে ইসমাইল হোসেন জানায় তার একমাত্র উপার্জন এর মাধ্যম হল ঔ অটোভ্যান।তিনি সারাদিনের কিছু সময় ভাড়া খাটেন আর কিছু সময় গেরস্তের কাছ থেকে ঘাস ক্রয় করে বিক্রি করেন।তিনি আরো জানান প্রতিদিনের ন্যায় ১০ অক্টোবর রবিবার বিকাল বেলা ঘাস কিনে এনে বিক্রি করার জন্য ধাপেরহাট মহিলা মার্কেট সংলগ্ন ঘাস হাটিতে ঘাস বিক্রি শেষ করে বাড়ি যাওয়ার মুহুর্তে অটোভ্যানটি চতরা রোডে বাজার মসজিদ দেয়াল ঘেঁষে রেখে বাজারে সুপারি আনতে যায়।অল্প সময়ে ফিরে এসে দেখে তার উপার্জনের একমাত্র সম্বল টি আর দেখতে পায়না।অটোভ্যানটি দেখতে না পেয়ে হন্যে হয়ে আশপাশে খোঁজাখুজি করেও তা আর চোখে পড়েনা।গরীব অসহায় ইসমাইল হোসেন কাঁদতে কাঁদতে এ প্রতিবেদককে জানায় আমি এখন কি করবো। আমার উপার্জনের একমাত্র সম্বল টি চুরি হয়ে গেল।