সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই শ্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শতাধিক পাটবীজ চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকছানা বেগম। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সাদুল্লাপুর উপজেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
কর্মশালায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (রংপুর) মো. রেজাউল করিম, সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল জলিল সরকার ও সাদুল্লাপুর উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার।
প্রশিক্ষণে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ১০০ পাট চাষী অংশ নেয়। প্রশিক্ষণের শুরুতে প্রত্যেক চাষীকে কলম, প্যাড ও একটি করে পাটের তৈরী ব্যাগ দেওয়া হয়।