গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক এশরাফুল কবির আরিফের শুভ উদ্বোধনে ৮ অক্টোবর শুক্রবার বিকাল ৬ঃ০০ ঘটিকায় উপজেলার ইদিলপুরের কাঁঠাল লক্ষীপুর রহিমা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
ইদিলপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক মোস্তাক আহমেদ রঞ্জু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ আকন্দ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা শাখার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আসলাম হোসেন নান্নু ও হাসানুর করিম সাকিব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রহমান সাজু মাষ্টার, সাধারন সম্পাদক সাহারুল ইসলাম, যুবলীগের সভাপতি অনুময় চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কৃষক লীগের সভাপতি নাজমুল হুদা স্বপন,শ্রমিক লীগের সভাপতি আলামিন সোনা, ছাত্রলীগের সভাপতি এস এম আসাদ সরকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান, মৎস্যজীবি লীগের সভাপতি, জাহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,প্রজন্মলীগের সভাপতি সুমন মিয়া,সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম।
ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম প্রামানিক সহ স্হানীয় নেতৃবৃন্দ।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে মোঃ শরিফ সরকারকে সভাপতি, মোঃ জামিল খাঁনকে সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে সাত দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটির নির্দেশ প্রদান করা হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সঞ্চালনা করেন মোঃ জামিল খাঁন।