র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ১৪৩ বোতল ফেন্সিডিল এবং একটি ইজিবাইক সহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দিনাজপুর জেলা থানা কোতয়ালী থানাধীন ৯ নং ইউনিয়নস্থ ৬ নং ওয়ার্ডের তাঁতীপাড়া এলাকায় গপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১৪৩ বোতল ফেন্সিডিল এবং ০১ টি ইজিবাইকসহ আসামী ১। মোঃ জাকিরুল ইসলাম (৩৮), সাং-রামসাগর দিঘীপাড়া, থানা- কোতয়ালী, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা শিকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।