গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে দূরপাল্লার বাস হতে ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই(নিঃ) জিয়ারুল হক এর নেতৃত্বে এসআই আঃ রহমান, এএসআই রাম চন্দ্র প্রামানিক, গাড়ি চেকিং ডিউটি করাকালে আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সাড়ে ৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামী ১। গোলাম মোস্তফা (২০) এর হেফাজতে থাকা নীল-অ্যাশ কালারের ট্রাভেলস ব্যাগের ভিতর কাগজ ও কচটেপ দ্বারা সু-কৌশলে বাধা অবস্থায় ১ কেজি গাঁজা এবং আসামী ২। মোঃ আশরাফুল ইসলাম (২৫) এর ডান হাতে থাকা প্লাষিকের বাজার করা ব্যাগের ভিতর কাগজ ও কচটেপ দ্বারা সু-কৌশলে বাধা অবস্থায় ০১ কেজি গাঁজাসহ মোট ০২(দুই) কেজি গাজা পাওয়া যায়। এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১০, তারিখ-০৭/১০/২০২১, ধারা-৩৬(১)এর ১৯(ক)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি ১। গোলাম মোস্তফা (২০) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সৈয়দ আলী ছেলে ও আসামী ২। মোঃ আশরাফুল ইসলাম (২৫), একই উপজেলার দক্ষিণ শিংগীমারী গ্রামের (আরডিআরএস অফিসের সামনে) বাসিন্দা -রইজ উদ্দিন ও মোছাঃ আয়েশা বেগম দম্পতির ছেলে।
গাঁজাসহ এ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার ও থানায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা।