নিজস্ব সংস্কৃতির শেকড়ের সন্ধানে গাইবান্ধায় মোহনার ১৩৭ তম মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের সৌজন্যে ১ লা অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
চমৎকারপ্রদ গান পরিবেশন করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ শিল্পী রেজাউল ও রংপুরের রাজিয়া জাহান অর্না।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম সহ তার স্ত্রী ও শিশু কন্যা।
যান্ত্রিক শিল্পী মহব্বত সাগর এর তত্ত্বাবধানে যন্ত্রে সহযোগিতা করেছেন স্বাধীন ইসলাম, মানিক বর্মন সহ আরও কয়েকজন।
অনুষ্ঠানে মোহনার কমিটির লোক সহ শ্রতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে লটারি ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
পুরা অনুষ্ঠানটি চঞ্চালনা করেন উপস্থাপক শিরীন আক্তার।
উল্লেখ্য, করোনাকালীন দীর্ঘ প্রায় ৭ মাস বন্ধ থাকার চালু হলো মোহনার মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি মাসের প্রথম শুক্রবার সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার দুজন করে শিল্পী অংশগ্রহণ করে থাকে।