রাস্তায় পড়ে থাকা অসুস্থ বয়োবৃদ্ধ তোফাজ্জল ইসলামের এখন ঠাঁই হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে। সার্জারি ওয়ার্ডের বারান্দায় শুয়ে এখন কাতরাচ্ছেন তিনি। অসহায় এই মানুষটিকে তার সন্তানেরা বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার করেছেন। এর প্রতিবাদে এবং সন্তানদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে দিনাজপুরের সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সমাজ কল্যাণ সংস্থা।
বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কর্ণধার আফসানা ইমু।
তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত সন্তানদের বাধ্যতামূলক পিতামাতাকে ভরণপোষণের বিষয়ে শাস্তির বিধান রেখে একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন। তারপরেও বৃদ্ধ তোফাজ্জল ইসলামকে গ্রহণে অস্বীকার করেছেন তার সন্তানরা। হাসপাতাল কর্তৃপক্ষও এখন আর তাকে রাখতে চায় না। আমরা বৃদ্ধের চার সন্তানের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারাও বাড়িতে তুলতে চান না। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সন্তানেরা যেন তার মৃত্যুর আগ পর্যন্ত তাকে দেখভাল করে এমন ব্যবস্থা করতে। এতে সম্মত না হলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি।