বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশের আর্থিক সহায়তায় কমিউনিটি সাপোর্ট ফর ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল এডুকেশন ইন স্কুল(সিস) প্রকল্প কুড়িগ্রাম জেলার সদরে বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের
অবহিতকরণ সভা গত ২৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ উপজেলা পরিষদের সভা কক্ষে,কুড়িগ্রাম সদর, কুড়িগ্রামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতি হিসেবে কুড়িগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব মো: আমান উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) জনাব মোছাঃ নুরে তাসনিম। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কুড়িগ্রাম, উপজেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম, সহকারী শিক্ষা অফিসারদ্বয়, কুড়িগ্রাম, চেয়ারম্যানগন(পাঁচগাছি, যাত্রাপুর, ঘোগাদহ, মোগলবাসা) কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম, প্রকল্পের অর্ন্তভুক্ত ০৩টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজমেন্ট
কমিটি(এসএমসি) সভাপতি/প্রতিনিধি উপস্থিত ছিলেন। দাতা সংস্থা থেকে উপস্থিত ছিলেন হেড অফ প্রোগ্রাম মো: আব্দুর রহিম, ঈইগ প্রোজেক্ট ফোকাল পার্সন মো: ওয়ালিউল্লাহ শাহ, খন্দকার আব্দুল কাদেও রাজু, সিনিয়র অফিসার
হিউম্যানটেরিয়ান প্রোগ্রাম এবং বাস্তবায়ন সংস্থা ইএসডিও প্রধান কার্যালয় থেকে উপস্থিত ছিলেন সম্মানিত এপিসি মো: শামিম হোসেন, ইএসডিও কুড়িগ্রাম ফোকাল এবং অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিতি সকলে প্রকল্পের কার্যক্রমের উপর একটি অবহিতকরণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিস প্রকল্পের
প্রকল্প ব্যবস্থাপক সুভাষ সরকার। প্রেজেন্টেশন শেষে কয়েকজন অংশগ্রহণকারী প্রকল্পের বিভিন্ন বিষয়ে জানতে চান এবং উপস্থাপক উক্ত প্রশ্নগুলোর উত্তর প্রদান
করেন। সভায় সভাপতি হিসেবে উপজেলা চেয়ারম্যান সাহেব দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আশা ব্যাক্ত করেন যে উক্ত প্রকল্পের কার্যক্রম যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে সরকারের লক্ষে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। এছাড়াও তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সিস প্রকল্প বাস্তবায়নের জন্য সার্বিক সহায়তা করতে বলেন।