প্রেসক্লাব গাইবান্ধার নব-নির্বাচিত কমিটির খালেদ হোসেন সভাপতি ও জাভেদ হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে, বিকেল ৩টা থেকে জেলা পরিষদ হলরুমে সাধারণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায়
নব-নির্বাচিত প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ও সদস্য রিপন আকন্দের সঞ্চালনায়
নেয়ামুল আহসান পামেল এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন,বর্তমান সভাপতি খালেদ হোসেন, সিরাজ,শহিদুল হক, জালাল, মশিউর, হাসানুল হুদা, জাফর,রিপন, মামনুর রশিদ, রবিন সেন, মাসুম বিল্লাহ, সোহেল রানা ও রফিকুল ইসলাম রফিক,প্রমুখ।
শেষে নতুন সদস্য অন্তর্ভূক্তসহ সাবেক সভাপতি নেয়ামুল আহসান পামেল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি নতুন সভাপতি ও সম্পাদকের শূন্য পদে প্রতিদ্বন্দিতার জন্য সদস্যদের আহবান করেন। পরবর্তীতে সকল সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসনকে সভাপতি ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক আগামী সাত দিনের মধ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন।