গাইবান্ধায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী মহিলাদের মধ্যে সেলাই মেশিন, সনদ বিতরণ ও ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সহ সনদ বিতরণ করেছে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি।
গাইবান্ধা পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট- ৩ এলজিএসপি- ৩ এর অর্থায়নে এসব বিতরন করা হয়।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ( উপ-সচিব) মোছা: রোখছানা বেগম।
সভাপতিত্ব করেন- গাইবান্ধা পৌর মেয়র মো: মতলুবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র এ,জেড এম মহিউদ্দিন রিজু, নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, কাউন্সিলরদের মধ্যে শহীদ আহমেদ, কামাল হোসেন, রকিবুল হাসান সুমন, গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা খানম মিতা, ৪,৫,৬ নম্বর ওয়ার্ড মহিলা কাউন্সিলর বেগম মমতা সরকার, ৭,৮,৯ নম্বর এর মহিলা কাউন্সিলর মোছা: সাবিনা বেগম, পৌরসভার হিসাবরক্ষক বিপুল কুমার সাহা সহ অনেকে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ১০ জন মহিলাকে ষ্টানযুক্ত সেলাই মেশিন সহ সনদ ও ১০ জন শিক্ষানবিশ ড্রাইভারদেরকে ড্রাইভিং লাইসেন্স ও সনদ বিতরন করা হয়।
বিডি গাইবান্ধা/