গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদ করিম গ্রামের রশিদুল আকন্দ, ছেলে শফিউল আকন্দ ও তার পরিবারের লোকজনের নামে নারিকেল পাড়াকে কেন্দ্র করে মারপিট ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ উঠেছে। নালু আকন্দ বাদী হয়ে ২১সেপ্টেম্বর সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং – ১১৫৮। জিডির কপি ও সরেজমিনে জানা যায়- বাদী নালু আকন্দ ও বিবাদী শফিউল আকন্দ চাচা ভাতিজার সম্পর্ক। তাদের একটি এজমালি নারিকেল গাছ থেকে নালুর ছেলে ফারুক ০৭টি নারিকেল পাড়ে। এরই জের ধরে বিবাদী শফিউল আকন্দ ও তার পরিবারের লোকজন গত ১৭সেপ্টেম্বর বিকালে বাঁশঝাড় কর্তন করতে থাকে। বাঁশ কর্তনে বাধা দিলে নালু ও তার পরিবারের লোকজনকে মারপিট করে। ঘরের বেড়ার টিন ভাংচুর করে অর্থের ক্ষতি সাধন করে।বাদী নালু বলেন- আমার মায়ের হাতের এজমালি নারীকেল গাছ থেকে আমার ছেলে নারিকেল পাড়িলে আমার ভাই ও তার ছেলেরা আমার ভিটার বাঁশ কেটে ফেলে। আমাদের মারপিট ও ঘরের বেড়া ভাংচুর করে। এবিষয়ে বিবাদী শফিউলের স্ত্রী কলি বেগম বলেন- নারিকেল গাছ যদি এজমালী হয় তাহলে বাঁশঝাড়ও এজমালি। কারণ উভয় পৈত্রিক এজমালি গাছ। অভিযোগ পাওয়ার পর তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম প্রাথমিক তদন্তে ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে মুঠোফোনে জানান।