গাইবান্ধার দারিয়াপুর-লক্ষীপুর সড়কের কাজ ধীরগতির প্রতিবাদে পদযাত্রা করেছে লক্ষীপুরের জাগ্রত যুবসমাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নতিকরণের কাজ ধীরগতিতে করায় যৌথভাবে পদযাত্রায় অংশগ্রহন করে লক্ষীপুরের জাগ্রত যুব সমাজ ও স্কুল কলেজের শিক্ষাথী ও শিক্ষকসহ শতাধিক যুবক।
আজ বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-লক্ষীপুর দশ কিলোমিটার সড়কে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। দারিয়াপুর-লক্ষীপুর দশ কিলোমিটার সড়কে দেড় বছর আগে পিচঢালাই তুলে ফেলা হয়। দীর্ঘদিনেও ওই কাজ সম্পন্ন না হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে জমে থাকা কাদা-পানিতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পদযাত্রার পূর্বে দারিয়েপুর বাজারে প্রতিবাদ সভায় বক্তব্যরা রাখেন, লক্ষীপুর জাগ্রত যুবসমাজের আহব্বাহক ময়নুল ইসলাম, মিজানুর রহমান, রনি আহম্মেদ, রাজু মিয়া, চঞ্চল, আব্দুল রাজ্জাকসহ অন্যান্যরা। এসময় বক্তারা, সড়কের কাজ দ্রুত শেষ করার দাবি জানান সেই সাথে কাজের দৃশ্যমান অগ্রগতি না হলে লক্ষীপুরে ধর্মঘট করার ঘোষণা দেন।