তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেছেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ অপকর্মে জড়িত যারা তাদের কোন স্থান নেই আওয়ামী লীগে। দলের ত্যাগী, পরিশ্রমী ও দুর্দিনের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে, তারাই দেবেন নেতৃত্ব। তবে যারা আওয়ামীলীগের নাম ভাঙিয়ে বিভিন্ন কর্মকান্ড চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ সজাগ থাকতে হবে দলের নেতাকর্মীদেরই।
রবিবার দুপুর ১২টার দিকে গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, এখন খালি পায়ে কেউ হাঁটেন না, না খেয়েও কেউ থাকেন না। দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা আজ অনেক উন্নতি হয়েছে। এছাড়া দেশের উন্নয়ন ও অবকাঠামোরও ব্যাপক পরিবর্তন ঘটেছে। তবে এসব সবই সম্ভব হয়েছে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আর তার নেতৃত্বের কারণে।
হাসান মাহমুদ আরও বলেন, গত সাড়ে ১৩ বছর ধরে যারা আওয়ামী লীগ করছেন; তারা কিন্তু তারা আওয়ামী লীগের দু:সময় দেখে নাই। তাই সঠিক নেতৃত্বে ও দেশ এবং মানুষের স্বার্থে আওয়ামীলীগে আসা এই অতিথি পাখিদের বিরুদ্ধে সক্রিয় থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহবানও জানান তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-১ আসনের এমপি মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের এমনপি ও কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈযদ ছামছুল আলম হিরু ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এদিকে, বর্ধিত সভায় যোগদিতে জেলা ও উপজেলা এবং তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের হাজার-হাজার নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে মিছিল করে গাইবান্ধা শহরে আসেন।
দুপুরে মধ্যহ্নভোজের পর মন্ত্রী গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন রিসোর্টে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগদান করবেন।
এরআগে, সকাল সাড়ে ১১টার দিকে সড়ক পথে সৈয়দপুর বিমানবন্দর থেকে গাইবান্ধা সার্কিট হাউজে এসে পৌঁছান মন্ত্রী।
বিডি গাইবান্ধা ডট নিউজ / সম্পাদক,জেডআরপি