গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ কেজি গাজা’সহ ২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে ও এসআই(নিঃ) হৃষিকেশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক, এএসআই মোঃ মোবারক আলী, পলাশবাড়ী ঢাকা মহাসড়কের উপর গাড়ি চেকিং ডিউটি করাকালে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেল ৫ টা ৪৫ মিনিটে রংপুর টু বগুড়া গামী আগমন নামে যাত্রীবাহী বাস চেকিং করাকালে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মালগারা গ্রামের মৃত বাচ্চা বর্মণ পুত্র আসামী ১। হরিদাস বর্মণ (৩৫) ও সেবকদাস নিথক গ্রামের মৃত নুর মোহাম্মদ এর পুত্র ২. মোঃ মফিজুল ইসলাম (৩৩), এর নিকট হতে ২ পোটলা ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানায় মামলা নং-২০, তারিখ-১৬/০৯/২০২১, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়।
বিডি গাইবান্ধা/