প্রচীন গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ গাইবান্ধা সদর উপজেলার ২ নং মালিবাড়ীর ইউনিয়নের নুতন বন্দর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ও সরকার ইলেকট্রনিকস এন্ড মিনিস্টার শো- রুম এর সহযোগিতায় নতুন বন্দরের কাচারী মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা,হাস খেলা, জারি গান, ও সারিগানের আসর।
প্রচীন বাংলার এ সব আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। কিছুটা সময়ের জন্য প্রাচীন গ্রাম বাংলার আবহে ফিরে যেতে পেরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয়রা।
কালের ক্রমে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সব খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। দুপুর থেকেই কেউ হেঁটে আবার কেউবা ভ্যানে কিংবা মোটরসাইকেলে করে নতুন বন্দর কাচারী মাঠে আসতে শুরু করেন। বিকেল গড়াতেই শুরু হয় সব ঐতিহ্যবাহী খেলা।
আয়োজক কমিটির সদস্য সাদ্দাম হোসেন বলেন বর্তমানে প্রচীন সংস্কৃতি বিলুপ্তির পথে, তারই কথা চিন্তা করে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আগামীতে বড় পরিসরে আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এর পর খেলা শেষে বিভিন্ন খেলায় অংশগ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।