কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যান্দন ইউপির রতি মৌজায় জমি দখল ও রোপা আমন ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রহিদুল ইসলাম বাদী হয়ে হাবিবুর রহমান (৩৫) কে প্রধান আসামী করে আরো ৫ জনের নাম উল্লেখ পূর্বক রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউপির রতি (সোলাগাড়ী) এলাকায় পিতা মৃত মোজাম্মেল হকের পুত্র রহিদুল ইসলাম ও একই এলাকার শামছুল হকের পুত্র হাবিবুর রহমানের সঙ্গে জমি-জমা সংক্রান্ত নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলে আসছে। যার মামলা নং ৪৪/২১ইং। এরই জের ধরে গত ৬ সেপ্টেম্বর হাবিবুর গংরা রতি মৌজার জে এল নং ০৭ এস খং নং -১৮ দাগ নং ৮৫২ জমি ১ একর ৪৩ শতক জমির মধ্যে ২০ শতক ও খতিয়ান নং ৮২, দাগ নং ৮৪৫ জমি ৩৭ শতক এর মধ্যে ২২ শতক মোট ৪২ শতক জমির স্বর্ণা-১১ জাতের রোপা আমন ধান ক্ষেত নষ্ট করে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ সময় আসামীদের বাধা দিলে হাবিবুর গং রহিদুলকে হাত-পা ভেঙ্গে দেবে এবং প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে ৬ জনকে অভিযুক্ত করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করে রহিদুল ইসলাম।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।