গাইবান্ধা জেলার পলাশবাড়ী রংপুর মহাসড়ক সহ বিভিন্ন সড়কে ডাকাতির প্রবনতা বেড়ে গেছে। এতে করে মানুষের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে।
জানা গেছে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা দুধর্ষ ডাকাত সাদা মিয়ার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে পলাশবাড়ী সহ বিভিন্ন জেলার মানুষজন। সাদা কর্তৃক ডাকাতির কারনে টাকা-পয়সা, স্বর্ন, মোবাইল সহ বিভিন্ন মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে মানুষজনকে। সে সাথে হারাতে হচ্ছে জীবন। এতে করে ডাকাত সাদা মিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলা, মানিকগঞ্জ জেলার সিংড়াই থানা, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা, ঢাকা সহ বিভিন্ন জেলার থানায় খুন, ডাকাতি, চুরি, অস্ত্র সহ একাধিক মামলা রয়েছে। ডাকাত সাদা মিয়া দীর্ঘ ১০ বছর হলো এসব কার্যকলাপে লিপ্ত রয়েছে। ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে মানুষজনকে।
সাদা মিয়ার ডাকাতির হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ও সচেতন মানুষ র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/