প্রকৃতিকে ঘিরে আমাদের এ বৈচিত্র্যময় পৃথিবী। আর প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এ দেশ বাংলাদেশ। প্রকৃতি সত্য ও সুন্দর,যেখানে নেই কোন কৃত্রিমতা কিন্তু মানুষের মধ্যে কেন এত কৃত্রিমতা, কেন এত অসত্যতা ? প্রকৃতিবাদ দর্শনের মতে,প্রকৃতি হলো বাস্তব আর বাকী সব মিথ্যা। আর এই প্রাকৃতিক নিয়ম-কানুন,রীতি-নীতিকে কেন্দ্র করেই প্রকৃতিবাদের জন্ম। প্রকৃতিবাদীরা বিশ্বের সবকিছুকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা দিয়েছেন। প্রকৃতিবাদের প্রবক্তা হলেন,এরিস্টটল,ডারউইন,ফ্রয়েবল,লক,রুশো প্রভৃতি দার্শনিকগন। প্রকৃতিবাদীদের মতে, শিক্ষার লক্ষ্য হলো আত্মপ্রকাশ ও আত্ম সংরক্ষণ। শিশুরা তাদের নিজের প্রকৃতি অনুযায়ী বিকাশ লাভ করবে এটা হলো শিক্ষার কথা। কিন্তু প্রকৃতিবাদীরা কোন নির্দিষ্ট শিক্ষাক্রমের পক্ষপাতিত্ব নন। তাদের মতে, শিশুই তার নিজের প্রকৃতি ও চাহিদা অনুযায়ী প্রত্যক্ষ ও অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। শিশুকে তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখতে দিতে হবে। প্রকৃতিবাদীরা ক্রীড়ার ছলে শিক্ষাদানের কথা উল্লেখ করেছেন। এক কথায় বলা যায়,প্রকৃতিবাদী দার্শনিকরা শিক্ষার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক ধারার কথা বলেছেন।
বিডি গাইবান্ধা / উপ-সম্পাদক/মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)