গাইবান্ধা র্যাব-১৩ কর্তৃক সদর উপজেলার কচুয়ার খামার নামক স্থানে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম ( ৩৮) নামে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় ৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ বিকালে র্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার কচুয়ার খামার গ্রাম হইতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জাহেদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানার জিআর নং-২০৬/০৯ এর মামলা রয়েছে।
র্যাব এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া)ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি গাইবান্ধা/