গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের বাসিন্দা মাহাবুর রহমান মিন্টু (২৫),পিতা আবুল হোসেন কে ভুয়া ডি বি পরিচয় প্রমাণিত হওয়ায় পুলিশ কর্তৃক আটক করা হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর গ্রামের বাসিন্দা জালাল মিয়ার মেয়ে জেসমিন আক্তার (১৪) হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র মাহাবুর রহমান মিন্টু(২৫) ভুয়া ডি বি পরিচয় দিয়ে জালাল মিয়ার মেয়েকে প্রতারিত করে উক্ত গ্রামের লোকজনের অজান্তে বাড়ি থেকে পালিয়ে অন্যত্র গিয়ে বিবাহ করেন। জানা যায়, মিন্টু ও জেসমিন বিগত ১ মাস আগে বাল্যবিবাহে আবদ্ধ হন। জেসমিনের বাবা জালাল মিয়া তার মেয়েকে তার সঙ্গে ঢাকায় নিয়ে যেতে বললে মিন্টু সে বিষয়ে আপত্তি জানায় এবং তার শশুরের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এমন পরিস্হিতিতে মিন্টুর শ্বশুর জালাল মিয়া মিন্টুর গ্রামে খোজ খবর নেয় এবং সে একজন ভুয়া ডি বি হিসেবে পরিচয় দিয়ে তার মেয়েকে প্রতারিত করে বিবাহ করেছে বলে নিশ্চিত হয়। গতকাল ২৯।০৮।২০২১ ইং মিন্টু তার শ্বশুর বাড়ীতে আসলে তার চাকুরীর বিষয়ে পারিবারিকভাবে কথা হলে মিন্টু তা এড়িয়ে যায় বলে মিন্টুর শ্বশুর জালাল মিয়া থানায় খবর দেন এবং খবর পেয়ে তার বাড়িতে গিয়ে ধুবনী কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসন তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
উক্ত প্রতারণামূলক ঘটনা সম্পর্কে ধুবনী কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আই সি মোকলেছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভুয়া ডি বি পরিচয়ে বিবাহের বিষয়টি সত্য এবং তার বিরুদ্ধে অপহরন,ভুয়া ডি বি,প্রতারতা, নারী ও শিশু নির্যাতন আইন ৭ ধারায় ১৭০/৪০৬ দন্ডবিধি আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি গাইবান্ধা / উপ- সম্পাদক,মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন),