গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/২১ইং উপলক্ষে সাদুল্লাপুরের উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছ হচ্ছে এ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদের মধ্যে একটি অন্যতম। এবার মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি। আর মাছ আমাদের প্রানীজ আমিষের প্রায় ৬০ ভাগ যোগান দেয়। মোট জিডিবির ৩.৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপির ২৫.৭২ ভাগ মৎস্য খাতের অবদান। বর্তমান মৎস্যবান্ধব সরকারের বিভিন্ন কর্মকান্ডের ফলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসাবে মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ২য়। দেশের সাফল্য আজ বিশ্ব পরিমন্ডলেও স্বীকৃত। ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১ম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ ৩য় এবং জলাশয়ে মাছ উৎপাদনে ৫ ম। জনগণের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা পুরণ,কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিল ঝিল হাওর বাওড়,নদীনালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চেয়ে এতো নিরাপদ আমিষ আর নেই।মৎস্য চাষ সম্প্রসারণ করতে হবে ।এ উপজেলায় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় সেগুলোর মধ্যে বিশেষ করে রুই, গলদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস , কৈ শিং মাগুর মাছের চাষ ইত্যাদিসহ পুকুরে পোনা পালন,বিল নার্সারী স্থাপন, ইত্যাদি।। বেকার যুবকরা মাছ চাষে মনোযোগ দেওয়ায় বেকারত্ব দুর হচ্ছে। আমাদের মাছের ঘাটতি রয়েছে। আগামীতে মাঠ পর্যায়ে চাষীদের নিবিড় ভাবে পরামর্শ দিয়ে এবং উম্মুক্ত জলাশয় গুলো সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি পুরণে সক্ষম হওয়া সম্ভব।
বেশি করে মাছ চাষ করি বেকারত্ব কমিয়ে আনি। এই শ্লোগানকে সামনে রেখে মৎস্য সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৯ আগস্ট/২১ইং রবিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়ার খাঁন বিপ্লব।উক্ত মাছের পোনা অবমুক্ত করন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম।
উপস্থিত ছিলেন
উপজেলা মৎস্য কর্মকর্তা সেরাজুম মুনীরা সুমি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাজানুর রহমান , উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।