গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬০ জন আনসার ও ভিডিপি সদস্যের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মইনুল হক, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ।