গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় রবিদাস সংগঠন উন্নয়ন পরিষদের উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে “ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়” এর হলরুমে ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটাধিকার প্রয়োগ করেন এই সম্প্রদায়ের ভোটারগণ।
নির্বাচনে সভাপতি পদে শ্রী সুবল রবিদাস ও শ্রী সন্তোষ রবিদাস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শ্রী সুবল রবিদাস (১৭৫) ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী সন্তোষ রবিদাস পান (৩৪) ভোট। সাধারণ সম্পাদক পদে শ্রী মহোন রবিদাস ও শ্রী কমল রবিদাস প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে শ্রী কমল রবিদাস (১১৮) ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শ্রী মহোন রবিদাস পান (৭৫) ভোট।
এই প্রথম বারের মত রবিদাস সম্প্রদায়ের মাঝে গণতান্ত্রিক উপায়ে তারা এই নির্বাচনে মোট ২৭০জন ভোটার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করেন। গাইবান্ধা জেলার বাংলাদেশ রবিদাস ফোরাম (BRF) এর সভাপতি শ্রী রতন বাবু রবিদাস পিজাইটিং হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশের প্রতিনিধি দল, স্কুলটির শিক্ষক/শিক্ষিকা সার্বিক সহযোগিতা করেন।