গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সেনাবাহিনীর তত্ত¡াবধানে নির্মিত আশ্রায়ন-২ প্রকল্পের ত্রিশটি ঘর হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে সেনাবাহিনীর ক্যাপ্টেন আবু সালেহর নিকট থেকে প্রথমে ঘরগুলো বুঝে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম। এর পর সেগুলো সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর রংপুর এড়িয়ার ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত¡াবধানে ৫৪ লক্ষ টাকা ব্যায়ে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, নলডাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদিন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।