গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ও আমবাগান থেকে গত তিনদিনে চুরি হয়েছে দু’টি অটো ভ্যান। একমাত্র উপার্জনের হাতিয়ার অটো ভ্যান হারিয়ে দিশেহারা পরিবার গুলো।গত ২৩ আগষ্ট/২১ইং সোমবার হাটের দিন আমবাগান রোড জনৈক দোকান থেকে সাড়ে ১১ টার দিকে ভ্যান হারিয়েছে কোনাপাড়া গ্রামের নওশার ছেলে শফিকুল ও আজ ২৫ আগষ্ট/২১ইং বুধবার সকাল সাড়ে দশটায় আমবাগান টু ধাপেরহাট রাস্তার আমবাগান হাইস্কুলের সামন থেকে অটো ভ্যান হারিয়েছে(মৌদাগাড়ী)নিজপাড়া গ্রামের খোরশেদের ছেলে তাজু। এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় আতংকিত এলাকার মানুষ।