জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম।
জানা গেছে- রংপুর জেলার বিভিন্ন থানা ও জেলা পুলিশের বিভিন্ন পতিত জমি বৃক্ষরোপনের উপযোগী করে ফলজ,বনজ ও ঔষধি গাছের প্রায় পাঁচ হাজার চারা রোপণের এ কর্মসূচিকে সফল করতে পুলিশের সকল সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর পুলিশ সুপার।
একই সাথে এ ধরনের উদ্যোগ গ্রহণে সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতেও অনুরোধ করেছেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা অংশ নিয়েছিলেন।
বিডি গাইবান্ধা/