আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান ষ্টেট অব ইন্ডিয়া পরিচালিত সরকারি প্রতিষ্ঠান LIC ( এলআইসি) কর্তৃক গাইবান্ধা পল্লি বিদ্যুৎ সমিতি তুলশীঘাট এর জেনারেল ম্যানেজার মোঃ পানা উল্লাহ নিকট মরনোত্তর বিমা দাবীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
পল্লি বিদ্যুৎ সমিতি তুলশীঘাট এর জেনারেল ম্যানেজার মোঃ পানা উল্লাহ নিকট রবিবার দুপুরে মরনোত্তর বিমা দাবীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন LIC গাইবান্ধার ব্রাঞ্চ ম্যানেজার রমানাথ বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন তুলশীঘাট গাইবান্ধা পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম ( প্রশাসন) আশরাফুল ইসলাম, LIC গাইবান্ধার ইউনিট ম্যানেজার রওশনুল ইসলাম, এস,এম পিটার ও সাংবাদিক সঞ্জয় সাহা।
জানা গেছে- গাইবান্ধা পল্লি বিদ্যুৎ সমিতি তুলশীঘাট এর বিলিং সহকারী নুরেস্তা বেগম মরনব্যাধি করনায় মারা গেলে তার মৃত দাবীর চেক প্রদান করেন।
উল্লেখ্য, অবিশাস্য হলেও সত্য যে মরনোত্তর বিমা দাবীর টাকা এ্যাকাউন্টধারী মারা যাবার পর LIC দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করছে। শুধু তাই নয় মেয়াদ পূর্তিতেও দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন ব্রাঞ্চ ম্যানেজার।
বিডি গাইবান্ধা/