গাইবান্ধায় ২১ আগস্টে গ্রেনেড হামলায় বর্বরোচিত হত্যাকান্ডে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও
সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবিরের আয়োজনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ জামে মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সকল শহীদদের মাগফিরাত কামনা করেন উপস্থিত লোকজন। উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মোখলেছুর রহমান দোয়া পরিচালনা করেন। উপজেলা পরিষদসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী, দলীয় নেতাকর্মী ও মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন। হত্যাকারীদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান অনুষ্ঠানের মাধ্যমে।