নেত্রকোনা জেলায় শেখ হাসিনা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন এর যৌথ উদ্যোগে (১৫ আগস্ট/২১ইং) তারিখ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বি এস কে এস) এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সাবেক বাংলাদেশ ছাত্রলীগ নেতা শেখ তিতুমীর আকাশ।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শেখ হাসিনা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মাওলানা নুরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা পৌরসভার ৯নং ওয়ার্ডের চার চার বারের নির্বাচিত কমিশনার ও পৌরসভার প্যানেল মেয়র শেখ হেলাল উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারন সম্পাদক- নেত্রকোনা জেলা প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু দাস ,নেত্রকোনা জেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদিকা – বাধন খাঁন পাঠান (ববি) সহ নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বি এস কে এস) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ আবুল কালাম, গোলাম মোস্তফা শেখ , প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম , সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কাঞ্চন সিকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বি এস কে এস) কেন্দ্রীয় কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ ফাইজুল হক গোলাপ, সাংগঠনিক সম্পাদক -সিনিয়র সাংবাদিক মোঃ আল মামুন, ১নং যুগ্ন- সাধারণ সম্পাদক-সিনিয়র সাংবাদিক বি এম আশিক হাসান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক-সাংবাদিক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক-সাংবাদিক মোঃ মাসুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা- সুর্বনা আক্তার, কার্যকরী সদস্য -সিনিয়র সাংবাদিক বিমল চন্দ্র ঘোষ ও শেখ হাসিনা প্রতিবন্ধী স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি বৃন্দ ও শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের প্রতিবন্ধী ছাত্র ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।
শেষে দোয়া মাহফিল ও সাংবাদিক এবং অসহায় প্রতিবন্ধীদের মাঝে গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি গাইবান্ধা/ শফিকুক ইসলাম সাগর