জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে সকাল ১০:০০ ঘটিকায় তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়। পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, অসহায়/দুস্থ শিল্পীদের মাঝে অর্থ বিতরণ; বঙ্গবন্ধু’র ৭’মার্চ ভাষণ, তাঁর ওপর রচিত গান ও কবিতা আবৃত্তি উপস্থাপন এবং পুরস্কার বিতরণ; ১৫ আগস্ট ১৯৭৫ এর নৃশংস হত্যাকান্ডের ওপর আলোচনা সভা; ১৫ আগস্ট ১৯৭৫ এর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলা জামে মসজিদে কুরআন শরীফ খতম; ও বাদ যোহর উপজেলা জামে মসজিদে ১৫ আগস্ট ১৯৭৫ এর শহীদদের জন্য প্রার্থনা করা হয়।
এই আয়োজনসমূহে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদ্বয়, বাংলাদেশ আওয়ামীলীগের সুন্দরগঞ্জ উপজেলার যুগ্ম-আহবায়কবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সুন্দরগঞ্জ উপজেলার সচেতন জনগণ।
উল্লিখিত আয়োজনে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
বিডি গাইবান্ধা/ উপ-সম্পাদক, সাখাওয়াৎ হোসেন সরাকার(মিলন)