গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের শুভ সূচনা করা হয়। পরে দোয়া মাহফিল ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু।
উক্ত শোক দিবসে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ এম এস রহমান, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল কবির মিন্টু, সাংগঠনিক সম্পাদক লাবলু প্রামাণিক, বিপ্লব সাহা,ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান রোমান,থানা যুবলীগের যুগ্ম সম্পাদক নুরে আলম সিদ্দিক মিঠু মন্ডল,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম আশিকুজ্জামান রিমেল প্রামাণিক, যুগ্ম সম্পাদক রাব্বি সাহান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল প্রামাণিক, কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল সাহা, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,তাঁতীলীগের আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, ছাত্রলীগের সভাপতি আশানুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ মন্ডল,ছাত্রলীগের সাবেক সভাপতি পাপুল,সাবেক সাধারণ সম্পাদক লিখন সহ ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগসহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ধাপেরহাট প্রেসক্লাবে জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। উক্ত শোক দিবস উদযাপন উপলক্ষে সকালে ধাপেরহাট প্রেসক্লাবের জাতীয় শোক দিবসের পতাকা উত্তোলন করেন ধাপেরহাট প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোলায়মান সরকার সহ প্রেসক্লাবের সকল সম্মানিত সদস্য বৃন্দ।