বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে রেশনিং সিষ্টেমে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী অস্বচ্ছল ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিবের উদ্যোগে ১০০ জন অস্বচ্ছল ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানভীর রায়হান তুহিন,
শহর যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফুল পলাশ, যুবলীগ নেতা রেজওয়ানুল্লাহ সরকার রুহেলসহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
এক প্রশ্নের জবাবে রাজিব বলেন – করোনা কালিন সময়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল পরিবারের কথা ভেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে রেশনিং সিষ্টেমে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার সামগ্রী সারাদেশব্যপী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা যুবলীগের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।