গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ঝালিঙ্গি গ্রাম থেকে একটি রাধাকৃষ্ণের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) বিকেলে ঝালিঙ্গি গ্রামের শাহ আলমের ছেলে আইয়ুব আলীর বাড়ি থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মতিউর রহমান জানান, গত ৭ আগষ্ট বিকেলে ঢোলভাঙ্গা ব্রিজের নিচে জাল দিয়ে মাছ ধরছিলেন আইয়ুব আলী। এসময় হঠাৎ করে তার জালে মূর্তিটি উঠে আসে। আইয়ুব আলী মূর্তিটা তার নিজের কাছে রেখে দিলে এলাকায় নানা গুঞ্জণের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে সোমবার বিকেলে থানা পুলিশ আইয়ুব আলীর বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধার করা মূর্তিতে রাধাকৃষ্ণের অবয়ব আছে। পিতলের এই মূর্তিটির ওজন ১.৪ কেজি। মূর্তিটির গায়ে খোদায় করে ১৮৩৯ লেখা আছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া আদালতের আদেশে পরবর্তীতে মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি।