গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হাসান লিখন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকাবাসীর আয়োজনে সোমবার সকালে হকার্স মার্কেটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ব্যবসায়ী রঞ্জন সাহা, নিহত লিখনের শালি আইরিন, সাংবাদিক কামাল খান, অন্যান্যদের মধ্যে মাহিম ইসলাম দীপ, মোবাশ্বের আহামেদ, ভিকন, মিন্টু,শুভ সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা লিখন হত্যাকাণ্ডে জড়িত খুনি ও খুনের সঙ্গে জড়িত তো ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের দাবি জানান। পুলিশের উদ্দেশ্যে বলেন- আপনারা হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে দায়িত্ব থেকে সড়ে যাবার কথা বলেন।
উল্লেখ্য, চলতি সালের গত ৪ আগস্ট আমের দরদাম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অভিযুক্ত আম ব্যবসায়ী গং মঞ্জুরুল হাসান লিখন এর ওপর অতর্কিত হামলা করে নির্মমভাবে হত্যা করে। এ ব্যাপারে লিখনের স্ত্রী বাদী হয়ে গ্রেফতার করে সকল আসামীকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জোর দাবি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডি গাইবান্ধা/