শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেজাউল ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যাটের (মিডিয়া) পক্ষে অধিনায়ক মাহমুদ বশির আহমেদ।
গ্রেফতার রেজাউল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রেরচুনা গ্রামে। রেজাউল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মাদক ও চোরাচালানের মামলা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদক বেচাকেনার জন্য রেজাউল ইসলাম গোবিন্দগঞ্জের ভাগদরিয়া গ্রামের একটি বাড়িতে অবস্থান করেন। এমন খবরে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে
রেজাউল ইসলাম দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেফতার রেজাউল ইসলামকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়।