গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়িতে আগুনে পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সুত্রে জানা যায় – সাদুল্লাপুর থানাধীন ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামের মোঃ মোসলেম আলী সরকারের স্ত্রী মোছাঃ তাহেরা বেগম অত্র থানার খামার বাগচি মৌজায় ১৯ জানুয়ারির ১৯৮৮ সালে ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করে ১৯৯১ সালে বাসা নির্মাণ করে বসবাস করে আসছিল। বাসার পিছন পাশে চলাচলের রাস্তা নিয়ে প্রায় ঝগড়া লাগতো প্রতিবেশীদের সাথে। এরপর সাদুল্লাপুর থানার এ.এস.আই আসরাফুল আলম বাসাটি ভাড়া নিয়ে বসবাস করছিল। আসরাফুল অসুস্থ হওয়ায় গ্রামের বাড়িতে চলে যায়।এরপর গত ২৭জুলাই ২০২১ রোজ মঙ্গলবার দিবাগত রাত ২.৩৫ ঘটিকায় উক্ত বাসার টিনের চালায় আগুন জ্বলতে দেখে এলাকার জনগণ পানি দিয়ে নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পুড়ে ভাড়াটিয়া এ.এস.আই আসরাফুলের প্রায় দেড় লক্ষ টাকা এবং বাসা মালিকের প্রায় চার লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
এবিষয়ে মোসলেম আলী সরকার বাদি হয়ে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন- খামার বাগচি এলাকায় বাসাবাড়িতে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।