করোনা কালিন সময়ে লকডাউন থাকায় সাধারণ জনগণ কর্মহীন হয়ে পড়েছে। এতে নিম্ন আয়ের পরিবারসহ মধ্যবিত্ত পরিবারে অস্বচ্ছলতা দেখা দিয়েছে। এইসব লোকের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশব্যপী খাদ্য সামগ্রী বিতরণের করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সাদুল্লাপুর উপজেলায় জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গত সোমবার ও মঙ্গলবার সাদুল্লাপুর
উপজেলার ১১টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে জামালপুর ইউনিয়নে ভিজিএফ এর চাল পেয়েছে ১৬৩০ জন, জিআর চাল পেয়েছে ১৯০জন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, ট্যাগ অফিসার ননী গোপাল চন্দ্র বর্মন, সদস্য শাহলম সাজু, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য আছমা বেগম।
দামোদর পুর ইউনিয়নে ভিজিএফ এর চাল পেয়েছে ১৫৬৮ জন, উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার খাইরুল ইসলাম।
ফরিদপুর ইউনিয়নে চাল পেয়েছে ১৪৪৭ জন।উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরে আজম মন্ডল নীরব, ট্যাগ অফিসার হারুন অর রশিদ, স্মৃতি বেগম, কোহিনুর বেগম।
ভাতগ্রাম ইউনিয়নে চাল পেয়েছে ১৪৬৩ জন, উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু, ট্যাগ অফিসার আলামিন আকন্দ, সদস্য সাইদার, বাদশা মিয়া।
নলডাঙ্গা ইউনিয়নের চাল পেয়েছে ভিজিএফ ১৪৫৫ জন, জিআর ১০৯, উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান জয়নাল আবেদীন,ট্যাগ অফিসার সাজ্জাদুর রহমান, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত লিপি বেগম, রতন কুমার বর্মন, হাবিজার পাটোয়ারী, জামাল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
বনগ্রাম ইউনিয়নে ভিজিএফের চাল পেয়েছে ১৪২৫ জন,জি আর ২০০ জন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহিন সরকার ট্যাগ অফিসার আখতারুজ্জামান।
ধাপেরহাট ইউনিয়নে চাল পেয়েছে ১৭৮৪ জন। উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ, ট্যাগ অফিসার আনিছুর রহমান। এছাড়াও রসুলপুর, ইদুলপুর, খৌদ্দকোমরপুর ও কামারপাড়া ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে।