গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌর শহরের অলিতে-গলিতে প্রায় ৫০০ এর মতো রয়েছে ফুটপাতে চা দোকান।তাদের জীবন জীবিকা চলে শুধু এই পেশার উপর।কাক ডাকা ভোর থেকে রাত বারোটা আবার বিশ্বরোড সংলগ্ন প্রায় দোকান গুলো সারারাত ধরে মানুষের সেবা করে নিজের জীবিকা বহন করে আসছে দির্ঘদিন থেকে।করোনা ভাইরাস যখন পৃথিবীতে মরন ঘাতক হয়ে এসেছে।যতো ব্যবসায়ীদের কপাল পুরেছে তার মাঝে বেশি কপাল পুরেছে চা ব্যবসায়ীদের।সরকার ঘষিত লকডাউনে একেবারে মুখথুবড়ে পরেছে এ পেশার সঙ্গে জড়িত আছে যারা।তাদের দিন চলছে অনেক কষ্টে।খেয়ে না খেয়ে বেঁচে আছে মাত্র।
লকডাউনে প্রায় দোকান-পাট,মার্কেট বন্ধ থাকায় ও শহরে লোক জন কম আসায় তাদের ইনকাম শূন্যর কোঠায় নেমে এসেছে।
তার পরেও জিবনের ঝুকি নিয়ে দোকান খুললেও খালি হাতে ফিরতে হয় বাড়িতে।এমন কি জালানি খড়ির দাম তুলতেও কষ্ট হয় অনেক সময়।
করোনা শুরু কালিন সময়ে বিভিন্ন সরকারি -বেসরকারি ও জন প্রতিনিধি এগিয়ে আসলেও এবার এখনো পযন্ত কেউ এগিয়ে আসেনি।
তাই সরকার সহ সমাজের বৃত্তবান,রাজনৈতিক ব্যক্তি,এনজিও প্রতিষ্ঠান সহ সকলের দৃষ্টি কামনা করছেন এ পেশার সঙ্গে জড়িত আছেন যারা