গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা হাটে গরু ক্রয়-বিক্রয়ের মহোৎসবে মেতে উঠেছে বেলকা হাটের গরু হাঁটির ইজারাদার। দেশের এ করোনা পরিস্হিতিতে যেখানে দেশকে থামিয়ে দেওয়া হয়েছে এবং কিছু বিধি নিষেধ আরোপ করে চলমান করোনা পরিস্হিতিকে নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হচ্ছে সেখানে সরকারি বিধি নিষেধ অমান্য করে বেলকা গরুর হাট ইজারাদার কিভাবে শতশত গরু নিয়ে গরু হাঁটিকে জমজমাট করে তুলেছে তা জনমনে বিরাট সন্দেহের সৃষ্টি করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় সরকারের গৃহীত বিধি নিষেধকে উপেক্ষা করে বেলকা হাটে গরু হাঁটি জমজমাট করার পিছনে কি জানি অদৃশ্য শক্তি কাজ করছে ? তারা মনে করছেন কোন জানি অজানা কারণে বাংলাদেশের সমস্ত গরুর হাটে যেখানে গরু ক্রয় বিক্রয়ের উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে তা সত্বেও ভটভটি/ নচিমন নামক এই বাহনটিতে শতশত গরু হাটে ঢুকছে কিভাবে। বিষয়টি জনগনের মধ্যে সমালোচনার অবতারনা করেছে মর্মে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিতকরণের জন্য তুলে ধরা হলো।
বিডি গাইবান্ধা /মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন), উপ-সম্পাদক