পহেলা জুলাই বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের হারুন সুপার মার্কেটের একটি দোকান থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন।
জব্দকৃত কারেন্ট জাল পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।
সরকারি নির্দেশনা অমান্য করায় পৃথক ৩টি মামলায় ৩ জনকে ৩,০০০/- (তিন হাজার) টাকা অর্থদন্ড আদায় করা হয়।