গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসাদুজ্জামাল নামে এক যুবককে বেদম প্রহার করে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (মাছের ভিটা) গ্রামের আব্দুল কাদের হাউলিদারের ছেলে আসাদুজ্জামালের সাথে এলাকার একদলভূক্ত সন্ত্রাসী, জুলুমবাজ, দুর্দান্ত প্রকৃতির পরধনলোভী ও আইন অমান্যকারী হিসেবে পরিচিত আব্দুর রহিম গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
গত বৃহস্পতিবার সকালে আসাদুজ্জামালের ভাই জমি কেনার উদ্দেশ্য তার নিজ মালিকানার জমি বন্ধক রেখে ৩ লাখ টাকা স্থানীয় আল আমিনের নিকট হইতে গ্রহণ করেন। এরপর সমুদয় টাকা আসাদুজ্জামালের মাধ্যমে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে রেখে আসার সময় পথিমধ্যে স্থানীয় মাছের ভিটার জাহেদুলের দোকানের সামনে পৌঁছা মাত্রই সংবদ্ধভাবে ওৎপেতে থাকা আব্দুর রহিম ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আসাদুজ্জামালের পথরোধ করে।
এসময় আব্দুর রহিমের হুকুমে ওই গ্রামের মৃত. গোলজার রহমানের ছেলে ছাইদুর রহমান লাঠি দিয়ে আসাদুজ্জামালের ঘাড়ে আঘাত করে মোটরসাইকেল সহ মাটিতে ফেলে দেয়ার পর হ্যান্ডেলের ব্যাগে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং আব্দুর রহিমের সাথে থাকা অন্যরা বেদম প্রহার করে। পরে ঘটনাস্থলে আসাদুজ্জামালের চিৎকারে জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মমিনা বেগম সহ অন্যান্যরা ছুটে আসলে আব্দুর রহিম ও তার লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ব্যাপারে ফুলছড়ি থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে। এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী বলেন, মারপিট ও টাকা ছিনিয়ে নেয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।