গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোলাপবাগ দ্বিমুখী মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মরহুম প্রভাষক আশরাফুল আলমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মাদরাসার হলরুমে স্মরণ সভা ও অ্যাডহক কমিটির নতুন সভাপতির পরিচিতি সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপির সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন।
এসময় অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা সালাহ উদ্দিন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ, বিগত ম্যানেজিং কমিটির সভাপতি পৌর প্যানেল মেয়র শাহীন আকন্দ, সাবেক সভাপতি একরামুল হক আকন্দ, মাদ্রাসার সুপার ছামছুল হক ও সহকারী শিক্ষক সাব্বির আহম্মেদ প্রমুখ।