বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা “জোনার ফাউন্ডেশন” এর সদস্য আতাউর রহমান আশিক ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ মেধা তালিকায় ১০৫৯ তম স্থান পাওয়ায় তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
জোনার ফাউন্ডেশন উন্নয়ন সংঘ আয়োজনে গাইবান্ধা সদর হাসপাতাল রোডের ডা, মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার চক্ষু বিশেষজ্ঞ,ফ্যাকো ও রেটিনা সার্জন পরিচালক ডাঃ তানভীর আহমেদ এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড বগুড়া শাখার ম্যানেজার এটিএম রশিদুল ইসলাম শোভন এর সহযোগিতায় ২৮ রমজান মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কলেজের আবু তালেব মিলনায়তনে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জোনার ফাউন্ডেশন সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজার ছাদী।
জোনার ফাউন্ডেশন সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জোনার ফাউন্ডেশন সভাপতি আশিকুর রহমান শাওন, সহ-সভাপতি এস,কে রঞ্জন দোলন, যুগ্ন সম্পাদক হাসান জোবাইর।
এ সময় উপস্থিত ছিলেন জোনার ফাউন্ডেশন উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল মীর, বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক সঞ্জয় সাহা, বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক গাইবান্ধার মুখ এর ষ্টাফ রিপোর্টার কনক আহাম্মেদ সহ অনেকে।
বিডি গাইবান্ধা/ ছবিঃ কনক আহাম্মেদ