স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ তিন দফা দাবীতে জেলা বাস মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে গাইবান্ধায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু সহ তিন দফা দাবী বাস্তবায়নের লক্ষে তারা এই বিক্ষোভ মিছিল করে।
তারা ৩ দফা দাবি তুলে ধরে বলেন- স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে বাস টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য এসএমএস চাল বিক্রির ব্যবস্থা করতে হবে।
তারা আরো বলেন- লকডাউনে দোকান,সরকারি অফিস আদালত, শপিংমল, লঞ্চ ও বিমান চলাচল করছে। তাহলে গণপরিবহন কেন চালু করা যাবে না মর্মে প্রতিবাদ জানান।
এ সময় বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক জামিনুর রহমান, গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল করিম সহ অনেকে।
বিডি গাইবান্ধা/ ছবি- কনক আহমেদ