মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর সভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১৫শ ৪০ পরিবার পাচ্ছেন ৬ লক্ষ ৯৩ হাজার নগদ টাকা।
পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বলেন, আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় পলাশবাড়ী পৌর সভার অনুকুলে ৬ লক্ষ ৯৩ হাজার টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরিবার পাবে ৪শ ৫০টাকা। তিনি আরো জানান গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুস্থ অসহায় ব্যাক্তিদের অগ্রাধিকার তালিকা স্বচ্ছতার সাথে প্রস্তুত করার জন্য ৯ টি ওয়ার্ড কাউন্সিলরকে বলা হয়েছে।
ইতোমধ্যেই কাউন্সিলরগন তাদের তালিকা পৌর সভায় জমা প্রদান করেছেন।যাচাই বাছাই পুর্বক চুড়ান্ত তালিকা প্রস্তুত করন কাজ প্রক্রিয়াধীন রয়েছে।তালিকা অনুমোদন সাপেক্ষে শিঘ্রই ট্যাগ অফিসারের উপস্থিতিতে এই নগদ অর্থ প্রদান করা হবে।