গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১.০০ঘটিকায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলার এগারটি ইউনিয়নের চেয়ারম্যানসহ সরকারী কর্মকর্তা বিভিন্ন সমস্যা তুলে ধরেন।উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লবের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় সংসদের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।এছাড়াও অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এটিএম দিদারুল ইসলাম মাসুদ, ইসরাত জাহান স্মৃতি, বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহ -সভাপতি ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল, দামোদর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেটএম সাজেদুল ইসলাম স্বাধীন, বনগ্রাম ইউপি চেয়ারম্যান শাহিন সরকার, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু, জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল প্রমুখ।