ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৬ তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে গাইবান্ধায় রামকৃষ্ণ আশ্রমের ধর্মীয় আলোচনা সভা ও উদ্বোধনী সংঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার উদ্যোগে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা মঙ্গলবার ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম সহ-সভাপতি শ্রীমৎ স্বামী কালিকেশানন্দজী মহারাজ।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন অধ্যক্ষ শ্রী হিসাবে উপস্থিত রয়েছেন শ্রীমৎ স্বামী বিভাত্নানন্দজী মহারাজ সভাপতিত্বে ও রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সভাপতি চন্দ্র শেখর দাস এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রামকৃষ্ণ আশ্রম ও মিশন মহারাজ স্বামী পরনন্দজী।
স্বাগত বক্তব্য রাখেন- রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সম্পাদক দীপক কুমার সিংহ, সাবেক সভাপতি এ্যাডঃ আশুতোষ সাহা, সহ-সভাপতি যামিনী রঞ্জন সেন।
এর আগে মূখ্য আলোচক কে ফুল দিয়ে বরণ করেন দীপক কুমার সিংহ, প্রধান অতিথিকে যামিনী রঞ্জন সেন, সভাপতি কে বিরেন্দ্র নাথ দাস, বিশেষ অতিথি কে চিত্ত চক্রবর্তী।
উদ্বোধনী সংঙ্গীত পরিবেশন করেন শিল্পী পুজা মদক ও বর্নশ্রী মদক। তবলায় সহযোগীতা করেন- অগ্নি সরকার।
বিডি গাইবান্ধা/